Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২৩

বিআরডিটিআই’র জনবল কাঠামো

রাজস্ব খাতে বিআরডিটিআই’র মোট জনবল মাত্র ৪১। এদের মধ্যে পরিচালক, ২ জন যুগ্মপরিচালক, ৮ জন অনুদেষ্টা/উপপরিচালক, লাইব্রেরিয়ান, আর্টিস্ট, প্রশাসনিক কর্মকর্তা ও জুনিয়র অফিসার (হিসাব)-সহ মোট অনুষদ সদস্য ১৫ জন। অবশিষ্ট ২৬ জন কর্মচারী রুটিন দাপ্তরিক কার্যক্রমে সহায়তা করে থাকেন। অনুমোদিত ৪১ জনবলের মধ্যে ৩০ জুন ২০১৫ তারিখে ১২ জন কর্মকর্তা ও ২১ জন কর্মচারী, মিলিয়ে মাত্র ৩৩ জন কর্মরত ছিলেন। উপরন্তু, শ্রেণিকক্ষ, হোস্টেল, ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম, নিরাপত্তা রক্ষা, বাগান ও ক্যাম্পাস পরিচ্ছন্নতার মত নিয়মিত কাজের জন্য রাজস্ব খাতে কোন সহায়ক কর্মচারীর পদ না থাকায় নিজস্ব আয় হতে মাস্টাররোল ও সাকুল্য বেতনে অনিয়মিত কর্মচারী দিয়ে জরুরি সেবাকার্য চালিয়ে নিতে হচ্ছে।